ফ্রি ফায়ার ও পাবজি খেলে প্রতিদিন ইনকাম ৫০০ থেকে ১০০০ টাকা-Make Money Online Play Free Fire And Pubg Mobile Game
![]() |
Make Money by playing games 2021 |
Hello বন্ধুর কেমন আছো সবাই আশা করি ভালো আজ আমি আপনাদের মাঝে দারুন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি Free Fire অথবা Pubg খেলে টাকা ইনকাম করতে পারি।
সাধারনত আমরা গেম খেলে থাকি বিনোদনের অথবা আমরা খেলে আনন্দ পেয়ে থাকি এ জন্য। তবে প্রথমে এটা বিনোদনের জন্য হলেও পরে এটা এক প্রকার নেশার মতো হয়ে যায়। শুধু মনে হয় আরেকটু খেলি। এতে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়।
তবে যদি এই গেম খেলে ইনকাম করা যায় তবে কেমন হয় বলুনতো। গেম খেলার পাশা পাশি আপনার কিছু ইনকাম হলে তো আনন্দের কোনো সিমা থাকে না।
আর আপনার মূল্যবান সময়টা কে কাজে লাগিয়ে কিছু টাকা ইনকাম ও হবে আর আপনার গেম খেলাতো রইলো। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় দুইটি গেম হলো ফ্রী ফায়ার আর পাবজি। এখনকার জেনারেশনে কম বেশি সবাই এটার সাথে পরিচিত। ছোট থেকে বড় প্রায় সব বয়সের লোকই গেমটি খেলে থাকে।
ফ্রী ফায়ার সম্পর্কে কিছু কথা
ফ্রি ফায়ার গেমটি তৈরী হয়ে ইন্ডিয়াতে। গেমটির মালিক হচ্ছে Garena International private Ltd.
গেমটি তৈরি করা হয়েছে 2017 সালে শেষের দিকে সর্ব প্রথম গেমটি Google play store পাবলিস করা হয়।
পাবজি সম্পর্কে কিছু ধারনা
পাবজি গেমটি হচ্ছে Tencent Game কোম্পানীর। গেমটি রিলিজ হয়েছে 2018 সালে। গেমটি Google play Store এ পাবলিস করা হয়। পাবজি গেমের জনপ্রিয়তা পাবজি গেমে বর্তমানে রেটিং রয়েছে 4.1 এবং রিভিউ রয়েছে ৩৩ মিলিয়ন। আর ডাউনলোড হয়েছে ১০০ মিলিয়ন প্লাস।
ফ্রি ফায়ারের জনপ্রিয়তা
2017 সালের ডিসেম্বরে গেমটি রিলিজ হওয়ার পর আস্তে আস্তে গেমটির জনপ্রিয়তা বাড়তে থাকে। বতর্মানে তারা একটা ভালো পজিশনে রয়েছে। play store গিয়ে সাচ করলে গেমটি পেয়ে যাবেন।
গেমটির বর্তমান রিভিউ রয়েছে ৬৬ মিলিয়ন এবং গেমটি ডাউনলোড করা হয়েছে ৫০০ মিলিয়ন প্লাস। গেমটির গ্রাফিক্স খুব সুন্দর এবং 2Gb-3gb Ram এর ফোন গুলোতে খেলা যায়।
ফ্রি ফায়ার গেমের ব্যবহার বিধি
গেমটির নাম ফ্রি ফায়ার হলেও গেমটি প্লে করতে যথেষ্ট পরিমানে টাকার দরকার হয়। যদি ফ্রিতে খেলা যায় কিন্তু ফ্রি সে রকম কালেকশন থাকে তাই কালেকশন বাড়ানোর জন্য ডায়মন্ড কিনে কানেকশন গুলো সংগ্রহ করতে হয়। তবে আজকের বিষয় হলো টাকা ইনকাম করা নিয়ে । কখনো কি ভেবেছিলেন ফ্রি ফায়ার খেলে টাকা ইনকামের কথা।
তবে এক ভাবে অনেকে ইনকাম করছে সেটা হলো ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে একটি চ্যানেল বানিয়ে সেখানে ফ্রি ফায়ার সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও বানাতে পারেন। এবং সেখানে লাইভ ও করতে পারেন। অনেক এ বিষয়ে ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করছে। কিন্তু সবার পক্ষে তো ইউটিউব ইন করা সম্ভব না।
এটা করার জন্য অনেক পরিশ্রম রয়েছে যেমন ভিডিও তৈরী করা সেটাকে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলার জন্য এডিট করা থাম্বেল তৈরি করা সেটা ইউটিউবে আপলোড করা সহ প্রচুর পরিমানে খাটতে হবে আপনাকে। যাক এটা অন্য ব্যাপার তবে আজকের বিষয় টা একটু ভিন্ন ধরনের গেম খেলে টাকা
ইনকামের জন্য আপনাকে কষ্ট করা লাগবে না। আপনি ফ্রি ফায়ার গেম একটু ভালো খেলতে পারেন তাহলে চলবে। তবে সত্যি কথা বলতে গেমে যারা একেবারে নতুন তারা না করলেই ভালো হয়। কারন এখানে অনেক হাই লেভেলের প্লেয়ার রয়েছে।{tocify} $title={Table of Contents}
এখন কথা হলো কিভাবে ইনকাম করবো
হ্যা শুধু Free Fire বা Pubg খেলে গেলেই হবে না। এজন্য আপনাকে কিছু টুনামেন্টে জয়েন হতে হবে। তবে ভয় পাওয়ার কিছু নাই এটা কঠিন কিছু না। টুনামেন্টে জয়েন জয়েন হওয়ার জন্য আমি আপনাদের দুটি অ্যাপস সাজেস্ট করো।
এখন কথা হতে পারে দুটি কেন কারন দুটি অ্যাপস দুই রকম আপনার যেটা হয় সেটাতে কাজ করতে পারেন। আর আপনার যদি দুইটাই ভালো লাগে তাহলে আপনি দুইটাতে কাজ করতে পারেন।
অ্যাপস দুইটা মধ্যে একটার নাম হলো Gamezone আর আরেক টার নাম হলো Khelaghor এ অ্যাপস দুইটার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন
1. Khelaghorbd.in
2. Gameszonebd.com
সাইট থেকে অ্যাপ দুটি ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করুন। এরপর ওপেন করবেন আপনার নাম,পাসওয়ার্ড, জিমেইল, ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে নিবেন। এবার আপনাকে টুনামেন্টে জয়েন হতে হবে।
টুনামেন্টে গুলোতে জয়েন হওয়ার জন্য আপনাকে সামান্য কিছু টাকা এন্ট্রি ফ্রি দিতে হবে।
![]() |
গেম খেলে আয় প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা |
কিভাবে এন্ট্রি ফ্রি দিবেন
আপনি চাইলে বিকাশ কিনবা রকেটের মাধ্যমে আপনার একাউন্টে টাকা ডিপোজিট করতে পারেন।যদিও টুনামেন্টে জয়েন হওয়ার জন্য আপনাকে এন্ট্রি দিতে হবে কিন্তু আপনার লস হবে না। কারন এখানে আপনি প্রতিটা কিলের জন্য টাকা পাবেন। আবার ১ম, ২য়, ৩য় হতে পারলে ও টাকা পাবেন।
কিভাবে ম্যাচে জয়েন হবেন
![]() |
Make Money by playing games 2021 |
টুনামেন্টে অংশ নিলে ওরা আপনাকে নিদিষ্ট একটা সময় দিবে যে সময় ম্যাচ শুরু হবে। ম্যাচ শুরুর ১৫ থেকে ২০ আগে আপনাকে রুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেয়া হবে। তাই নিদিষ্ট সময়ে আপনাকে অবশ্যই উপস্থিত হতে হবে না হলে আপনার এন্ট্রি ফি টাকা বাদ হয়ে যাবে। ওরা আপনাকে সে টাকা ফেরত দিবে না।
![]() |
গেম খেলে আয় প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা |
টুনামেন্টে জিতলে আপনি কতো টাকা পাবেন
আপনি যদি ২০ টাকা এন্ট্রি ফি দিয়ে জয়েন হন তাহরে আপনি প্রতি কিলের জন্য পাবেন ৬ টাকা করে পাবেন যেমন আপনি ৫ কিল কররেন তাহলে ৩০ টাকা পাবেন। আর ম্যাট জিতরে পাবেন ১২০ টাকা৷ আর দ্বিতীয় হলে পাবেন ৮০ টাকা আর তৃতীয় হলে পাবেন ৫০ টাকা।
আর যদি আপনি ৩০ টাকা দিয়ে জয়েন হন তাহলে পাবেন প্রতি কিলের জন্য ১০ টাকা করে। ম্যাচ জিতলে ২০০ টাকা আর ২য় হলে ১৫০ টাকা ও তৃতীয় হলে ১০০ টাকা। তাই এখানে আপনার লস যাওয়ার সম্ভবনা থাকছেনা।
কিভাবে টাকা তুলবেন
টাকা তুলার জন্য রয়েছে বিকাশ এবং রকেট আপনার একাউন্টে ৫০ টাকা মতো হলে আপনি টাকা উইথড্র করে নিতে পারবেন এবং ও আপনাকে ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে দিবে।
সর্বশেষ কিছু কথা
যদি আপনি গেমটা ভালো খেলতে পারেন ম্যাচে জয়েন হবেন না হলে নয়। কারন অনেক বড় বড় লেভেলের খোলোয়ার থাকে সুতরাং আপনি যদি মনে যে আপনি পারবেন তাহরে একমাত্র জয়েন না হলে আপনারই ক্ষতি।
এ রকম নিত্য নতুন খবর পেতে আমাদের সাইটি ভিজিট করুন আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ।